সরাসরি পেমেন্টে জোর দিচ্ছে পেপাল
জনপ্রিয় ডিজিটাল লেনদেন প্ল্যাটফর্ম পেপাল ইন-পারসন বা সশরীরে পেমেন্টে উৎসাহিত করছে। এ লক্ষে যুক্তরাষ্ট্রে অ্যাপল ওয়ালেটের সাথে নিজেদের ডেবিট কার্ড যুক্ত করার পর প্রণোদনাও দিচ্ছে প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স।
খবরে বলা হয়, অ্যাপল ওয়ালেটে থাকা পেপাল ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে গ্রাহকরা ৫ শতাংশ ক্যাশব্যাক প্রণোদনা পাচ্ছেন।
অনলাইনের পাশাপাশি স্টোর, রেস্টুরেন্ট ও ক্যাফেতে ইন-পারসন পেমেন্টে গ্রাহককে আকৃষ্ট করতে জোর দিয়েছে পেপাল।
ডিবিটেক/বিএমটি







